আন্তর্জাতিক ডেস্ক: শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির দিয়েছিলো সশস্ত্র বাহিনী। কিন্তু এতোকিছু পরে আফগানিস্তানের একটি প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যা করেছে সশস্ত্র বাহিনী। তাকে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ জানায়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কর্মরত হাজি মোল্লা আছাকজাই বাগদিস প্রদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আফগান সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে খুঁজছিল তারা।
বৃহস্পতিবার আছাকজাইকে হত্যা করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তার এক বন্ধু।
এতে দেখা গেছে, পুলিশ প্রধান হাঁটু গেড়ে বালুতে আছেন। তার চোখ ও হাত বাঁধা।
তাকে ঘিরে রয়েছেন সশস্ত্র বাহিনী যোদ্ধারা। তাকে হত্যা করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ভিডিওটি সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এবং আফগান নিরাপত্তা উপদেষ্টা নাসের ওয়াজিরির নজরে পড়েছে।
তিনি বলেন, গত রাতে তাকে সশস্ত্র বাহিনী যোদ্ধারা ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ ছাড়া তার কোনও পথ ছিল না। তিনি নিজেও ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ওয়াজিরি।
সাননিউজ/এএসএম