সাননিউজ ডেস্ক: এখন পর্যন্ত তিন হাজার ২ শতাধিক লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ আগস্ট) কেবল একদিনেই ১১০০ লোককে সরোনো হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২০০ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার আফগান রয়েছে। এদের বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। সশস্ত্র গোষ্ঠীরা ভয়ে বহু আফগান নাগরিক দেশত্যাগ করতে চাইছেন। যেকোনো উপায়ে দেশ ছাড়াতে অনেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছেন। এসব ঘটনার মধ্যেই কাবুল বিমানবন্দরে পরে থাকা শিশুর ভিডিও প্রকাশ্যে আসে। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের।
সাননিউজ/এএসএম/এমআর