সাননিউজ ডেস্ক: টানা ভারি বর্ষণের পর হঠাৎ বন্যায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সাতজন মারা গেছেন। এএফপির খবর। বন্যার প্রাপ্ত ছবিগুলোতে দেখা গেছে, দমকলকর্মীরা ঘোলা পানির মধ্যে প্লাবিত বাড়িঘরগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছেন, একটি মরদেহ উদ্ধার স্ট্রেচারে তুলে কাদার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
মঙ্গলবার (১৭ আগস্ট) বৃষ্টিপাতের পর রাজধানীর কয়েকটি এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে অনেক বাড়িঘর ও গাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর মেয়র আদানেক আবিবি টুইটারে বলেছেন, বন্যার কারণে অনেক ক্ষতি সাধিত হয়েছে।
আদানেক বলেছেন, আগামী কয়েক দিনে আরও ভারি বৃষ্টি হতে পারে। নগরবাসী আমি এই এলাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। আমরা প্রচেষ্টা ও নিরাপত্তা আরও জোরদারের চেষ্টা চালাচ্ছি
সাননিউজ/এমআর