সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের মহিলা পরিষদের চেয়ারপারসন ফাতানা গাইলানি দেশটির ক্ষমতা দখলে নেওয়া সশস্ত্র গোষ্ঠীর কাছে শরীয়ার আইনের ব্যাখ্যা চেয়েছেন। আলজাজিরার খবর।
ফাতানা গাইলানি বলেন, সশস্ত্র গোষ্ঠীতে আমি ভয় পাচ্ছি না। তবে তাদের কাছে নিরাপত্তা চাই। দেশের নারীদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আফগান মহিলা পরিষদের চেয়ারম্যান বলেন, তাদের (সশস্ত্র গোষ্ঠী) ব্যাখ্যা করা উচিত যে, তারা আমাদের জন্য কী রকম শরীয়া আইন নিয়ে আসছে। আমরা মোটেই শরীয়া আইন ভয় পাচ্ছি না। তবে আমাদের নিশ্চিত হতে হবে যে, তারা আমাদের জন্য কী ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, তারা (সশস্ত্র গোষ্ঠী) এখন নারীর অধিকার সম্পর্কে খুবই সুন্দর কথা বলছে। কিন্তু আমাদের তো জানতে হবে, আফগানিস্তানের নারীদের ভবিষ্যৎ কী।
সাননিউজ/এমআর