আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশক ধরে সংঘাতের কারণে ইতোমধ্যে লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশ এবং অন্যত্র আশ্রয় নিয়েছেন। ঘটনাটি আফগানিস্তানের।
বিবিসি জানাচ্ছে, এর বেশিরভাগ আশ্রয় নিয়েছেন আফগানিস্তান সীমান্ত লাগোয়া দুই দেশ পাকিস্তান এবং ইরানে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী গত বছরের শেষ পর্যন্ত পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৯ শতাংশ আফগানের বাস দেশটির নগরাঞ্চলগুলোতে।
ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী পাকিস্তান ছাড়া ইরানে প্রায় ৭ লাখ ৮০ হাজার আফগানের বাস। অনেক আফগান পরিবার পাকিস্তান এবং ইরানের সীমানা অতিক্রম করে যেখানে গিয়ে নতুন করে বাড়িঘর তৈরি করেছে এবং আজও রয়ে গেছে।
তবে পাকিস্তান ও ইরানে বসবাসরত এসব আফগান শরণার্থীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পাকিস্তান এসব আফগান শরণার্থীদের স্থানীয় মানুষজনের সঙ্গে বসতি গড়ার অনুমতি দিলেও ইরানে যাওয়া বেশিরভাগ আফগানকে থাকতে হচ্ছে শরণার্থী শিবিরে।
সাননিউজ/এএসএম