আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর জালালাবাদে সশস্ত্র গোষ্ঠী বিরোধী বিক্ষোভে গুলিতে অন্তত ৩ নিহত আরো এক ডজনের বেশি মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।।
সশস্ত্র গোষ্ঠী যোদ্ধাদের ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় দু’জন প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাবেক এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গোষ্ঠীটির বিরুদ্ধে বিক্ষোভের সময় সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারা গুলিবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরের জালালাবাদের কেন্দ্রে স্থানীয় বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা টাঙানোর চেষ্টা করেন। এ সময় তারা সশস্ত্র গোষ্ঠী পতাকা নয়, আফগানিস্তানের পতাকাই সরকারি ভবনে টাঙানোর দাবি জানান।
একই দাবিতে সেখানে বিক্ষোভ শুরু করলে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
সাননিউজ/এএসএম