আন্তর্জাতিক ডেস্ক: প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীরা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই ঘটনা ঘটায়।
রাজধানী কাবুলসহ গোষ্ঠীটির যোদ্ধারা পুরো দেশ নিয়ন্ত্রণ করছে।
এর কারণ হিসাবে দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি নিউজনাইটকে জানিয়েছেন, আফগানিস্তানের সামরিক বাহিনী সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় দেশটির বাহিনী অনেক ছোট।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান সামরিক বাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কিন্তু সেখানকার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আসলে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।
বিবিসি অবশ্য এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে সশস্ত্র গোষ্ঠীরা পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের কাছে আফগান সামরিক বাহিনীর ৫০ হাজার সেনা সদস্য থাকার কোনো গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কি না, সেটি হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে বিবিসি।
সাননিউজ/এএসএম