আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে একজনের করোনা শনাক্তের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন মঙ্গলবার (১৭ আগস্ট) সে দেশে তিন দিনের লকডাউন ঘোষণা করেছেন।
গত ছয় মাসে প্রথমবারের মতো নতুন এই সংক্রমণের কথা জানা গেল। নিউজিল্যান্ডের ৫৮ বছর বয়সী এক ব্যক্তির মধ্যে তা শনাক্ত হয়। যিনি নিকটবর্তী করোম্যান্ডেল এলাকা পরিদর্শন করেছিলেন, যদিও তিনি কীভাবে ভাইরাসে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি।
একটি প্রেস ব্রিফিংয়ে আর্ডার্ন বলেছেন যে জেনেটিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, এই সংক্রমণ ডেল্টার কারণে হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যাবে না। তিনি বলেন, অকল্যান্ড এবং করোম্যান্ডেলে সাত দিনের জন্য লকডাউন থাকবে এবং দেশের বাকি জায়গায় তিন দিনের লকডাউন থাকবে।
সান নিউজ/এমএম