আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর নতুন সরকারকে স্বীকৃতি দেবে না কানাডা ও পাকিস্তান। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী শক্তির মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে। তাছাড়া কানাডার আইনে বিদ্রোহী গোষ্ঠীটি এখনও সন্ত্রাসী সংগঠন। এর আগে ২০ বছর আগে তালেবান যখন প্রথম ক্ষমতায় আসে তখনও তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি কানাডা।
এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মঙ্গলবার আফগান পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, আফগানিস্তানে যখন প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠীটি সরকার গঠন হয়েছিল তখন তাদেরকে সবার আগে স্বীকৃতি দেওয়া তিন দেশের মধ্যে পাকিস্তান ছিল একটি। তবে এবার বিদ্রোহী গোষ্ঠীর সরকারকে এখনই স্বীকৃতি দেবে না পাকিস্তান। বিষয়টি পর্যবেক্ষণ করবে পাকিস্তান। পাশপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করবে। তাদের পরামর্শ নেওয়া হবে।
সাননিউজ/এমকেএইচ