আন্তর্জাতিক ডেস্ক): গত ৬ মাসে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, বৃহত্তম নগরী অকল্যান্ডে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির পর দেশে প্রথম সংক্রমণ হয়েছে। এ ঘটনায় মন্ত্রীরা মঙ্গলবার (১৭ আগস্ট) বৈঠক করেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সংক্রমণের সম্ভাব্য বিস্তার রোধ করার সর্বোত্তম উপায় হচ্ছে কঠোরভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে শান্ত থাকতে হবে। সংক্রমণ সংক্রান্ত বিস্তারিত কোন বিবরণ প্রকাশিত হয়নি।
নিউজিল্যান্ড করোনা রোধে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দেশে ৫০ লাখ নাগরিকের মধ্যে মাত্র ২৬ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। কিন্তু টিকা প্রয়োগ কার্যক্রম পর্যাপ্ত নয়, জনসংখ্যার মাত্র ২০ শতাংশ সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত হয়েছে।
সাননিউজ/এমআর