আন্তর্জাতিক
আলোড়ন তুলেছে

আফগান নাগরিকদের দেশত্যাগের ছবির গল্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানই এখন সশস্ত্র গোষ্ঠী দখলে। রাজধানী কাবুলসহ পুরো স্থান জুড়ে সশস্ত্র গোষ্ঠীন অবস্থা। সরকার গঠন করে দেশের শাসনভার হাতে নেওয়াটাও এখন সময়ের ব্যাপার।

তবে তালেবান শাসনের ভয় আর আতঙ্কে নাগরিকদের আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। আতঙ্কিত মানুষ যেকোনো মূল্যে চাইছেন আফগান ভূখণ্ডের বাইরে যেতে।

আর আফগান নাগরিকদের দেশ ছাড়ার তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। এতে সৃষ্টি হয়েছে আলোড়নের।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের একটি বিমান কাবুল ত্যাগ করে। সোমবার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিমানটির ভেতরে গাদাগাদি করে বসে রয়েছেন নারী, শিশু ও পুরুষসহ শত শত আফগান নাগরিক।

ডিফেন্স ওয়ান ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের ওই বিমানে প্রায় ৬৪০ জন অবস্থান করছিলেন। যা বিমানটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে ছবিটি হাতে পায় ডিফেন্স ওয়ান।

বিবিসি জানিয়েছে, বিমানটিতে অবস্থান নেওয়া শত শত আফগান নাগরিকের দেশ ছাড়ার ব্যাপারে অনুমতিপত্র ছিলো। তারা বিমানের অর্ধ-খোলা দরজা নিয়ে ভেতরে ঢুকতে সমর্থ হন। তবে হুড়োহুড়ি করে ধারণক্ষমতা বেশি মানুষ বিমানে উঠে পড়লেও তাদেরকে জোর করে নামিয়ে দেওয়ার পরিবর্তে উড্ডয়নের সিদ্ধান্ত নেন ক্রুরা।

রোববারের পর সোমবারও কাবুল বিমানবন্দরে এই বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান ছিল। দেশ ছাড়ার হিড়িকে হাজার হাজার মানুষ বিমানবন্দরে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে। এতে দু’জন আফগান নিহত হন। মার্কিন বাহিনীর দাবি, নিহত ওই দুই আফগান নাগরিকের কাছে অস্ত্র ছিল।

যাত্রীদের বেশিরভাগের সঙ্গে কোনও লাগেজ নেই। কোনওরকমে বিমানের মেঝেতেই আশ্রয় খুঁজে নিয়েছেন তারা। আফগানিস্তান থেকে এই এয়ারক্রাফ্ট প্রাথমিকভাবে কাতারের উদ্দেশে যাত্রা করে। সেখানে যাত্রীদের নামিয়ে ফের ফিরে দিয়ে দ্বিতীয় দফায় যাত্রী বোঝাই করে নিয়ে যাবে উড়োজাহাজটি।

সূত্র: দ্য ওয়াল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা