সাননিউজ ডেস্ক: আফগান কবি ও ইতিহাসবিদ আবদুল্লাহ আতিফি নির্যাতনের পর হত্যা করেছে তালেবান। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করা হয়।
উরুজগান প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর শিরজাদ বলেন, আফগানিস্তানের চোরা জেলায় গত ৪ আগস্ট গভীর রাতে তালেবানরা তাকে হত্যা করেছে।
তবে তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি আতেফির হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। গত ২৮ জুলাই কৌতুক অভিনেতা ফজল মোহাম্মদকে হত্যার কথা স্বীকার করে তালেবানরা।
এদিকে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় আলেমদের হত্যার অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে।
সাননিউজ/এমআর