ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা মহামারী থামানোর চিন্তায় দিশেহারা গবেষকরা। দ্রুত ভ্যাক্সিন তৈরি করতে কোমর বেঁধে নেমেছে বিভিন্ন দেশ ও সংস্থা। এরিমধ্যে ফের আশার কথা শোনাল চীন।
চীনের এক গবেষণা সংস্থা দাবি করছে, প্রতিষেধক নয়, তারা এমন এক ওষুধ তৈরি করেছে যা খেলে নিরাময় হবে করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯।
চীনের নামজাদা পেকিং ইউনিউভার্সিটির এক দল গবেষকদের দাবি, তারা এমন একটি ওষুধ তৈরি করেছেন যা করোনায় আক্রান্ত ব্যক্তিকে খুব দ্রুত সারিয়ে তুলতে পারে। পাশাপাশি, করোনাকে প্রতিরোধ করার একটা সাময়িক ক্ষমতাও গড়ে তুলতে পারে।
ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক সানি জি জানিয়েছেন,তাদের তৈরি ওষুধ পশুর উপর সফল পরীক্ষা হয়েছে। জানান, যখন অ্যান্টিবডি ইঁদুরের শরীরে প্রয়োগের পাঁচ দিনের মধ্যে ভাইরাসের প্রভাব কমে গেছে। সেরে ওঠা ৬০ জন রোগীর শরীর থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে এই ওষুধ তৈরি করা হয়েছে।
চীনের ‘সেল’ নামে একটি জার্নালে ওই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়। চলতি বছরের শেষ নাগাদ এই ওষুধ তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন গবেষকরা।