আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে বেসামরিক মানুষের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে তালেবান। তাদের দাবি, মানুষের আর নিজের সুরক্ষা নিজের করার দরকার নেই।
বার্তা সংস্থা রয়টার্সকে তালেবানের কর্মকর্তারা বলেন, আমরা বুঝতে পারছি কেনো সবাই নিজের কাছে অস্ত্র রেখেছে। তবে এখন তারা নিরাপদ বোধ করতেই পারে। আমরা কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করবো না। শহরের বাসিন্দা সাদ মোহসেনি একটি মিডিয়া কোম্পানি পরিচালক।
তিনি বলেন, তালেবান সদস্যরা তার অফিসে এসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহৃত অস্ত্র নিয়ে প্রশ্ন করে।
সান নিউজ/এফএআর