আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে স্থিতি প্রতিষ্ঠা ও আফগানিদের দেশ ছাড়া থামাতে আন্তর্জাতিক প্রয়াস চালানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আফগানিদের মধ্যে ইরান হয়ে তুরস্ক যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আফগানিস্তানে তালিবানের আক্রমণাত্মক অগ্রগতির প্রেক্ষিতে সে দেশে স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে তার দেশও প্রয়াস চালাবে, যাতে ক্রমবর্ধমান শরণার্থীর ঢল ঠেকানো যায়।
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে নৌবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন তালিবানদের কাবুল দখলের প্রাক্বালে আফগানিস্তানে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই পরিস্থিতিতে তুরস্ক সকল ধরণের প্রচেষ্টা চালাবে বলে মন্তব্য করে তিনি বলেন তুরস্ক ও পাকিস্তানের যৌথভাবে সহায়তা করা দরকার। তবে তিনি কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ এবং ব্যবহার করার তুরষ্কের প্রস্তাবে কোনো পরিবর্তনের কথা বলেননি।
সান নিউজ/এমএম