সাননিউজ ডেস্ক: আফগানিস্তান ছেড়ে পালানো প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে জয়ী ঘোষণা করেছে। তিনি বলেন, রক্তপাত এড়াতে আমি দেশ ছেড়েছি। রোববার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
ফেসবুক পোস্ট আশরাফ গনি বলেন, তালেবান জিতেছে। এখন সম্পদ, সম্মান ও নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব তালেবানের হাতে। তবে এখন কোন দেশে অবস্থান করছেন, তা জানাননি গনি।
তালেবান দেশের রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে প্রবেশ শুরু করে। একপর্যায়ে গনির দেশত্যাগের খবর আসে সংবাদমাধ্যমে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বলা হয়, প্রেসিডেন্ট কোথায় কিভাবে আছেন, নিরাপত্তার খাতিরে তারা এ বিষয়ে কিছুই জানাতে চান না।
এদিকে, দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট আশরাফ গনিকে সাবেক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে তাকে (গনি) জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।
কয়েক মাস ধরে সরকারের সঙ্গে শান্তি আলোচনা করে আসছে তালেবান। এতে তালেবানের অন্যতম দাবি ছিল গানির পদত্যাগ।
সাননিউজ/এমআর