আন্তর্জাতিক ডেস্ক : আজ ১৪ আগস্ট, পুরোনো জিনিস বিক্রির দিন। যুক্তরাষ্ট্রের আলাবামার সি ড্যানিয়েল রোডস ২০০১ সালে ১৪ আগস্ট দিবসটি চালু করেন।
দীর্ঘদিন ঘরের কোনায় পড়ে থাকা পুরোনো সব আসবাবপত্র জমতে জমতে এক সময় স্তূপ হয়ে যায়। অনেক সময় ব্যস্ততার কারণে সেগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠে না। কেউ আছেন অব্যহৃত জিনিসটি ফেলে দেন আবার কেউ আছেন অন্যকে দান করে দেন।
তবে সি ড্যানিয়েলের এমন দিন চালুর কারণে মনে পড়ে যায় সেই পুরোনো স্মৃতিগুলো। ছিঁড়া জুতা, পুরোনো লোহা, ভাঙা হাঁড়ি, পুরোনো কাপড়, পুরোনো বই, খাতা পত্র এবং প্লাস্টিক দিয়ে কিনে খেতাম আইসক্রিম, কটকটিসহ নানান জিনিসি। আবার এসব পুরোনো জিনিস বিক্রি করেই পাওয়া যেতো নগদ অর্থও।
চলুন ঘরের কোনায় পড়ে থাকা পুরোনো সব আসবাবপত্রগুলো জমিয়ে না রেখে বিক্রি করে দেই।
সান নিউজ/ এমএইাআর