আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন লিবিয়ার অবিসংবাদিত নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। সম্প্রতি জানা যায় তিনি বেঁচে আছেন। এমন খবর পেয়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লিবিয়ার প্রসিকিউটররা। রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন সন্দেহজনক অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানা গেছে।
জানা গেছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১৯ সালে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমবারের মতো রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের অংশ নিতে দেখা গিয়েছিল।
লিবিয়ার সরকারবিরোধী লড়াইয়ে ওয়াগনার গ্রুপের অংশ নেয়ার পেছনে গাদ্দাফিপুত্র সাইফ জড়িত বলে অভিযোগ উঠেছে। এই দলের সঙ্গে সাইফের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা।
সান নিউজ/এনএম