আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে লস্করগাহ-এর দখল নিলো তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধাদের হাতে লস্করগাহের পতন হলো।
স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আয়তনের বিচারে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দ। শুক্রবার সেই প্রদেশেরই রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।
আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে একটি চুক্তির পর সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছে।
এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে দূতাবাসকর্মী ও অন্যান্য নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
সান নিউজ/ এমএইচআর