আন্তর্জাতিক ডেস্ক : কোনোভাবেই থামানো যাচ্ছে না তালেবান যোদ্ধাদের। একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তারা।
সশস্ত্র গোষ্ঠীটি উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি নিজেদের দখলে নিয়েছে। এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান।
স্থানীয় এক এমপি ও এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তালেবানরা বাগলানের রাজধানী পুল-ই-খুমরি দখল করেছে।
আফগানিস্তান থেকে মার্কিনসহ বহুজাতিক সব সেনা সরিয়ে নেওয়ার সময় যত ঘনিয়ে আসছে তত দাপট বাড়ছে তালেবানের।
মঙ্গলবার (১০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে তালেবান। শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলের মধ্য দিয়ে গ্রামাঞ্চলগুলোর দখল নেওয়া তালেবান প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে।
তালেবান খুব দ্রুতগতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান।
সান নিউজ/ এমএইচআর