আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় গলছে মেরু অঞ্চলের বরফ। বাড়ছে সমুদ্রের পানির স্তর। এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়িয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) প্রতিবেদন।
এতে বলা হয়েছে, যে হারে সমুদ্রের পানির স্তর বাড়ছে, তাতে তলিয়ে যেতে পারে ভারতের ১২টি উপকূলবর্তী শহর। এগুলোর মধ্যে মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম উল্লেখযোগ্য। প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে শহরগুলো।
প্রতিবেদনে আরও বলা হয়, সারাবিশ্বের মধ্যে এশিয়ায় পানির স্তর বৃদ্ধির হার অনেক বেশি। আগে যেখানে ১০০ বছরে একবার সমুদ্রের পানির স্তর পরিবর্তিত হতো, সেখানে আগামী কয়েক বছরে মাঝে বেশ কয়েকবার ঘটবে এই পরিবর্তন। এতে বাড়বে সমুদ্রের পানির স্তর। এই হারে পানির স্তর বাড়তে থাকলে শতাব্দীর শেষে ভারতের ১২টি উপকূলবর্তী শহর তলিয়ে যাবে পানির নিচে।
সান নিউজ/ এমএইচআর