আন্তর্জাতিক ডেস্ক : এমিরেটস এয়ারলাইনস-এর বিজ্ঞাপন চিত্র ধারণ করা হয়েছে বুর্জ খলিফার চূড়ায়। যা ভূপৃষ্ঠ থেকে ৮২৮ মিটার উঁচু। বিজ্ঞাপনটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইউনিফর্ম পরা এমিরেটসের একজন কেবিন ক্রু। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপন চিত্রের শুরুতে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রু একটি মেসেজ বোর্ড প্রদর্শন করছেন। জুম-আউট করার সঙ্গে সঙ্গে দর্শকদের সামনে ভেসে ওঠে ইউনিফর্ম পরা এক এমিরেটস কেবিন ক্রু বুর্জ খলিফার চূড়ায় একা দাঁড়িয়ে আছেন। এর ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ের মনোরম স্কাইলাইন।
বিজ্ঞাপনটির পরিকল্পনা ও পরিচালনা করেছে এমিরেটসের ইন-হাউজ ব্র্যান্ড টিম, সহযোগিতা করেছে দুবাইয়ে অবস্থিত প্রাইম প্রোডাকশন এএমজি।
এই বিজ্ঞাপন চিত্রের শুটিং হয়েছে একটি ড্রোন দিয়ে। পুরোটা সময়জুড়েই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এমিরেটস। বিজ্ঞাপন চিত্রের ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি শুটিংয়ের জন্য অট্টালিকার চূড়ায় প্রায় পাঁচ ঘণ্টা শুটিং টিমকে অবস্থান করতে হয়।
সান নিউজ/ এমএইচআর