আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে মন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ জাভা ও পর্যটন দ্বীপ বালিতে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দোকান-পাট, মার্কেট ও শপিংমলসমূহকে ২৫ শতাংশ লোকবল নিয়ে কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকার ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিরাই কেবল এসব স্থানে যেতে পারবেন।
অবশ্য শিশু ও বৃদ্ধদেরকে এর আওতামুক্ত রাখা হয়েছে। পাশপাশি, টিকার ডোজ সম্পূর্ন করা নাগরিকদের টিকা সনদের ডিজিটাল অনুলিপি সবসময় সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকা বাধ্যতামূলক না হলেও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য টিকার ডোজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন বুদি গুনাদি সাদিকিন।
সান নিউজ/ এমএইচআর