আন্তর্জাতিক ডেস্ক : ১০০ বছর বয়সে ভারোত্তোলন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এডিথ মুরওয়ে ট্রায়না। তাও আবার সবচেয়ে বেশি বয়সের পেশাদার ভারোত্তোলক হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।
এরই মধ্যে ১০০টি বসন্ত পার করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এডিথ। শরীরে পড়েছে তার ছাপ। কাঁধ ঝুঁকে গেছে সামনের দিকে। কিন্তু একবিন্দুও ভাটা পড়েনি ইচ্ছা শক্তিতে।
এডিথ একসময় নাচের শিক্ষিকা ছিলেন। ৯১ বছর বয়সে শুরু করেন ভারোত্তোলন। বন্ধু কারমেন গাটওর্থের আমন্ত্রণে তার জিমে গিয়েছিলেন এডিথ।
সেখানে অন্যদের ভারোত্তোলন করতে দেখে নিজেও শুরু করেন ভারোত্তোলন। প্রথম প্রথম সমস্যা হতো। তবে ধীরে ধীরে ভারোত্তোলন অভ্যাসে পরিণত হয় এডিথের। এখন প্রায়ই ৬০ কেজি ওজন তুলতে পারেন শতবর্ষী এই নারী। এজন্য বিভিন্ন জায়গায় পুরস্কারও পেয়েছেন তিনি।
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতাতেও নাম লিখিয়ে ফেললেন এডিথ। নিজের এমন কৃতিত্বে প্রচণ্ড খুশি এডিথ। তার চেয়েও বেশি আনন্দিত বন্ধু তথা ট্রেনার কারমেন।
সান নিউজ/ এমএইচআর