আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে চলমান তীব্র সংঘাতে গত তিন দিনে নিহত হয়েছে ২৭ শিশু। মঙ্গলবার (১০) আগস্ট জাতিসংঘের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিষয়টি তাদের মর্মাহত করেছে। সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুদের ওপর নৃশংসতা ‘প্রতিদিনই বাড়ছে’। গত তিন দিনে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৩৬ শিশু আহত হয়েছে।
বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ায় সারাদেশেই সুবিধা করে উঠছে তালেবান। এখন পর্যন্ত ছয়টি আঞ্চলিক রাজধানী দখলে নিয়েছে তারা। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান জানানো হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে। গত এক মাসের সংঘাতে ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আফগানিস্তানে চলমান সংঘাতে অনেক শিশু বাড়ি থেকে পালিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
সান নিউজ/ এমএইচআর