আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের ১৫ই মার্চ যুক্তরাষ্ট্রের সেনেট নিউ মেক্সিকোর কংগ্রেস প্রতিনিধি ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিশ্চিত করে। তিনি প্রথম আদিবাসী আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোন মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন। একই সঙ্গে দুই শতাব্দী ধরে উপজাতিদের উপর প্রভাব বিস্তারকারী কেন্দ্রীয় সংস্থার প্রথম আদিবাসী নেতৃত্বদানকারী হালান্ড ৫১-৪০ ভোটে তার স্থান নিশ্চিত করেছিলেন।
ডেমোক্র্যাট এবং উপজাতি গোষ্ঠী হালান্ডের নিশ্চিতকরণকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেছিল, তাকে নির্বাচিত করার অর্থ হলো যে আদিবাসীরা - যারা যুক্তরাষ্ট্র সৃষ্টির আগে উত্তর আমেরিকায় বসবাস করতো- তারা প্রথমবারের মতো একজন আদিবাসীকে একটি শক্তিশালী বিভাগের নেতৃত্বে দেখবে।
যেখানে কেন্দ্রীয়ভাবে স্বীকৃত প্রায় ৬০০টি উপজাতির সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। এই মন্ত্রণালয় জনসাধারণের জমি এবং পানিতে জ্বালানি শক্তির উন্নয়ন, জাতীয় উদ্যান এবং বিপন্ন প্রজাতি সহ অন্যান্য বিষয়গুলির তত্ত্বাবধান করে।
ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে অভ্যন্তরীন ভবনের পাশে, সমর্থকরা, দুই মেয়াদে কংগ্রেসে প্রতিনিধিত্বকারী মহিলা যিনি বৃহত্তর আলবাকার্কের প্রতিনিধিত্ব করেন, হালান্ডের একটি ছবি তুলে ধরেছিলেন যেখানে লেখা ছিল, "আমাদের পূর্বপুরুষের স্বপ্ন সত্য হলো।"
অনেক আদিবাসী ৬০বছর বয়সী হালান্ডকে এমন একজন হিসেবে দেখেন যিনি তাদের দাবী তুলে ধরবে এবং পরিবেশ ও উপজাতিদের অধিকার রক্ষা করবে। হালান্ডকে নির্বাচিত করার ফলে দু শ’ বছর ধরে চলে আসা উপজাতি নয়, যাদের অধিকাংশই পুরুষ কর্মকর্তা আমেরিকান-ইন্ডিয়ান বিষয়ে কাজ করেন, সেই ধারাটি ভেঙ্গে ফেলা হয়। কেন্দ্রীয় সরকার প্রায়ই আদিবাসীদের স্থানচ্যুত করার কাজ করে এবং কিছুদিন আগে পর্যন্ত তাদের শ্বেতাঙ্গ সংস্কৃতিতে আত্মীকরণের জন্য কাজ করেছে।
সান নিউজ/এমএম