আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রতিরোধী টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন শুরু হচ্ছে আগামীকাল (৯ আগস্ট)। করোনাভাইরাসের জন্য প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের এই সুযোগ দিতে যাচ্ছে সৌদি সরকার।
রোববার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওমরাহ পালনের জন্য সৌদি ও বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।’
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সান নিউজ/এনএম