আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ রোধে ‘গ্রিন পাস’ নামে ডিজিটাল সার্টিফিকেট চালু করছে ইতালি। কয়েকটি পরিষেবা ও জনসমাগম ঘটে এমন এলাকায় প্রবেশের জন্য এই সার্টিফিকেট ব্যবহার করা হবে।
বিসির’র প্রতিবেদনে জানা যায়, যারা অন্তত এক ডোজ কোভিড টিকা নিয়েছেন, কোভিড থেকে সেরে উঠেছেন বা ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফল যাদের ‘নেগেটিভ’ এসেছে কেবল তারাই পাবেন এই গ্রিন পাস।
শুক্রবার (৬ আগস্ট) থেকে জিম কিংবা রেস্তোরাঁর মতো জায়গাগুলোতে ১২ বছরের বেশি বয়সের যে কাউকে পাস দেখাতে হবে। ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন পাস চালু হয়েছে। এবার ইতালিও সেই কাতারে সামিল হলো। ফ্রান্স আগেই হেলথ পাস চালু করেছে।
জনমত জরিপে দেখা গেছে, ইতালির বেশিরভাগ মানুষ এ উদ্যোগকে সমর্থন করছে। যদিও ইতালির কয়েকটি অঞ্চলে এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। ইতালির ৬০ শতাংশ এর বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। কিন্তু করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রকোপে কোভিড শনাক্ত বাড়ছে। এ সপ্তাহে দেশটিতে ২২ হাজার জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।
সান নিউজ/ এমএইচআর