আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। হামলার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ।
নারীর চেহারায় ‘সুখী’ ছাপ দেখলেই মাথায় খুন চাপে তার। ট্রেনে এমনই কয়েকজন নারী দেখার পর রাগের মাথায় তাদের ছুরি দিয়ে হামলা করেন তিনি। আহত হয় ১০ যাত্রী।
পুলিশের কাছে শনিবার (৭ আগস্ট) এমনটাই বলেছেন জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে হামলা চালানো ব্যক্তি। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
টোকিওর পশ্চিমাঞ্চলে সেইজোগাকুয়েন স্টেশনের কাছে শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে চলমান ট্রেনে যাত্রীদের ছুরিকাঘাত করেন ৩৬ বছর বয়সী এক ব্যক্তি।
তদন্ত কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ব্যক্তিটি হামলার পর রেললাইনে লাফিয়ে পড়ে পালিয়ে যান। লোকজন ওই ব্যক্তির পেছনে দৌঁড়াতে শুরু করেন।
পালানোর একপর্যায়ে ওই ব্যক্তি এক দোকানে ঢুকে কর্মচারীদের জানান, সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ছুরি হামলার ঘটনার সন্দেহভাজন ব্যক্তি তিনিই। পালাতে পালাতে তিনি ক্লান্ত।
ছুরিকাঘাতে আহত ১০ জনের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিশ্ববিদালয়ের এক ছাত্রীর অবস্থা গুরুতর।
ওই ঘটনার পর অলিম্পিক গেমসের স্বাগতিক টোকিওতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ছুরি হামলায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে বলেন, ‘আমার মনে সুখী নারীদের খুন করার ইচ্ছা জাগে ছয় বছর আগে। কেউ ভালো আছে দেখলেই তাকে হত্যা করতে ইচ্ছা করে।’
জাপান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হলেও সম্প্রতি সেখানে কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষা করা স্কুলের একদল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি।
সান নিউজ/ এমএইচআর