আন্তর্জাতিক ডেস্ক : জেলখানা দখল করে বন্দিদের মুক্তি দিয়েছে তালেবান। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জোজ্জন প্রদেশে একটি জেলখানায়। শনিবার (৭ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা আক্রমণ চালানোর পর ওই কারাগার থেকে শত শত বন্দী বেরিয়ে আসছেন। তালেবান এরই মধ্যেই এ শহরের নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। শুক্রবার (৬ আগস্ট) তীব্র লড়াইয়ের পর তালেবান এ শহরের সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ দখল করে।
এ অঞ্চলের কাউন্সিল প্রধান বাবুর এশচি বিবিসিকে বলেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুধুমাত্র সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।
সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র লড়াই চালিয়ে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। শুক্রবার তারা নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে- যা তালেবানের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণাঞ্চলীয় লস্করগহ এবং কান্দাহারের আরো কিছু শহরের ওপরও চাপ সৃষ্টি করেছে তালেবান যোদ্ধারা।
সান নিউজ/ এমএইচআর