আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে আবারো সর্বোচ্চ মৃত্যু দেখলো পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে কোভিড আক্রান্ত মারা গেছেন ৯৫ জন। দেশটিতে চতুর্থ দফায় করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর একদিনে এটাই সর্বাধিক প্রাণহানি।
এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৭৯৭ জন। এদিকে গতদিন আরও ৪ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হওয়ার পর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৬৩ হাজার ১২৫ জনে। সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৯ হাজার ৪১৯ জন।
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই ও দেশের মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য গত শুক্রবার (৬ আগস্ট) পাকিস্তানের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সান নিউজ/ এমএইচআর