আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে নিয়েছে সশস্ত্রগোষ্ঠী তালেবান।
শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে দখল করে নেয় তারা। খবব বিবিসির।
ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। দুটি সূত্রের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে এমন খবর জানানো হলেও আফগানিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা।
এদিকে টুইটারে পোস্ট দিয়ে তালেবানও জারাঞ্জ বিজয়ের দাবি করেছে।
সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত তালেবানের এক কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘এটা তো কেবল শুরু। এখন শুধু দেখবেন কত দ্রুত অন্যান্য প্রদেশগুলোর পতন ঘটে আমাদের হাতে।’
বিবিসির প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হচ্ছে, জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারদিকের এলাকা দখল করে নেওয়ার পর তালেবান জারাঞ্জ দখলের জন্য অবিরাম হামলা চালিয়ে যাচ্ছিলো।
তালেবানের হাতে জারাঞ্জের পতনের বিষয়টি স্বীকার না করে আশরাফ গনি নেতৃত্বাধীন আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তালেবানের বিরুদ্ধে এখনো জারাঞ্জে লড়াই চালিয়ে যাচ্ছে কাবুল সরকার নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।
তবে নিমরোজ পুলিশের এক মুখপাত্র নাম প্রকাশ না করে রয়টার্সকে বলেন, সরকারি বাহিনীর কাছে প্রয়োজনীয়সংখ্যক সেনা না থাকায় শক্ত প্রতিরোধ গড়া সম্ভব হয়নি। এই সুযোগে তালেবান প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করতে সক্ষম হয়েছে।
সাননিউজ/এএসএম