আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকে বিভিন্ন এলাকার দখল নিতে শুরু করে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে তারা। এখন তাদের টার্গেট বড় বড় শহর।
দখলকৃত এলাকায় তালেবান জঙ্গিরা কয়েক ডজন স্থানীয় রেডিও স্টেশন, সংবাদপত্র এবং সম্প্রচারকারীদের জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।
এছাড়া তালেবানদের প্রতিশোধের ভয়েও অনেক সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক সাংবাদিক বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে অথবা মাটির নিচে চলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েক ডজন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের হত্যার জন্য তালেবানকে দায়ী করা হয়েছে।
যে কয়েকটি আউটলেটকে পরিচালনার অনুমতি পেয়েছে তারা বাধ্য হয়ে তালেবানের প্রোপাগান্ডা প্রচার করছে। তাদের সঙ্গীত বা নারীদের কণ্ঠ প্রচার করতে নিষেধ করা হয়েছে। আগের প্রতিবেদনের স্থানে তালেবান-অনুমোদিত বুলেটিন, কোরান থেকে তিলাওয়াত, এবং ইসলামী খুতবা প্রচারিত হচ্ছে।
সান নিউজ/ এমএইচআর