আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে টিকা বাধ্যতামূলক করার একটি প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেন ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডার প্রধানমন্ত্রী রালফ গনসালভস। বিক্ষোভ চলাকালে মাথায় আঘাত পেয়েছেন তিনি।
বিক্ষোভ চলাকালে পার্লামেন্ট ভবনের পাশে ভীড়ের মাঝে হাঁটছিলেন তিনি। এসময় একটি পাথর তার মাথায় আঘাত করে। খবর বিবিসি।
ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর মাথা থেকে রক্ত ঝরছে। দ্রুতই তাকে সেখান সরিয়ে নেওয়া হয়।
দেশটির অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে বার্বাডোজের একটি হাসপাতালে এমআরআই করার জন্য নেওয়া হয়েছে।
করোনার ফ্রন্টলাইন কর্মীদের টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে কয়েকশ’ মানুষ জড়ো জন। এসময় বিক্ষোভকারীরা পাথর ও পানির বোতল নিক্ষেপ করে।প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ৭৪ বছর বয়সী রালফ একটি ‘প্রজেক্টাইল’ দ্বারা আঘাত পেয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এটিকে পাথর উল্লেখ করা হয়েছে।
সাননিউজ/এএসএম