আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকা না নিয়ে অফিসে উপস্থিত হওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) অফিসের স্টাফদের কাছে পাঠানো আভ্যন্তরীণ এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
নথির তথ্য অনুযায়ী, সিএনএন’র প্রধান জেফ জাকার অফিসের কর্মীদের বলেছেন- এই ধরনের কর্মকাণ্ডের (টিকা না নেওয়া) বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠান জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আর এই কারণে অফিসে আসতে হলে এবং বাইরে গিয়ে অন্যদের সঙ্গে কাজ করতে হলে সবাইকেই টিকা নিতে হবে।
জেফ জাকার বলেছেন, সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে সকল কর্মীকে অফিসে শারীরিকভাবে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তা স্থগিত করেছে সিএনএন।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা কার্যালয়ে উপস্থিত থেকে যারা কাজ করবেন, তাদের সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য টিকা না নিয়ে অফিসে আসার কারণে কর্মীদের বরখাস্তের ঘটনা কোন কার্যালয়ে ঘটেছে, সেটা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সান নিউজ/ এমএইচআর