আন্তর্জাতিক ডেস্ক : দেশে প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেল্টার প্রকোপে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে অস্ট্রেলিয়ায়। সংক্রমণ নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে আরো বলা হয়, দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত প্রবাসী অস্ট্রেলিয়ান নাগরিক এবং বিদেশিদের জন্য দুয়ার খোলার পরিকল্পনা আপাতত নেই সরকারের।
এর আগে,মহামারি শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো অস্ট্রেলিয়া। পাশাপাশি দেশের নাগরিকদের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ভ্রমণে কড়াকড়িও আরোপ করা হয়েছিলো।
সরকারের এই নতুন বিজ্ঞপ্তিতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন দেশটির জনগণের একাংশ। সরকারি এই নীতিকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছেন তারা।
সান নিউজ/ এমএইচআর