আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা অচিরেই সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত নতুন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এ ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেটে তার যোগদান উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশে নতুন কর্ম পরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত কন্সাল জেনারেল আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে এ দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অসাধারণ। ফলে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এ দেশটিতে প্রবাসী হিসেবে বসবাস করছেন।
তিনি বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রবাসীদের যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে তা দু’দেশের আন্তরিক প্রচেষ্টায় নিরসন হয়ে যাবে। তিনি প্রবাসীদের ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমএম