আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতে বাড়ছে শিশু আত্মহত্যা। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) ভারতে শিশু-আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ। যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে আত্মহত্যা করেছে ২৪ হাজার ৫৬৮ শিশু। এর মধ্যে ১৩ হাজার ৩২৫ জনই মেয়ে।
সবচেয়ে বেশি সংখ্যক শিশু আত্মহত্যা করেছে মধ্য প্রদেশে। তিন বছরে সেখানে ৩ হাজার ১১৫ জন আত্মহত্যা করেছে। এরপরেই পশ্চিমবঙ্গের নাম। রাজ্যটিতে তিন বছরে ২ হাজার ৮০২টি শিশু আত্মহত্যা করেছে। তৃতীয়স্থানে মহারাষ্ট্র।
এনসিআরবির প্রতিবেদনে প্রতিটি আত্মহত্যার কারণও উল্লেখ করা হয়েছে। তাতে দেখা গেছে, মোট আত্মহত্যার মধ্যে ৪ হাজার ৪৬ জনের ক্ষেত্রে কারণ ছিল ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়া’। অর্থাৎ পড়াশোনার চাপ অথবা এ সংক্রান্ত লোকলজ্জার ভয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে এতগুলো শিশু।
পরিবার থেকে জোরপূর্বক করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আত্মহত্যা করেছে আরো ৬৩৯ জন, এদের মধ্যে ৪১১ জনই মেয়ে। এছাড়া শারীরিক নিগ্রহ, প্রিয়জনের মৃত্যু, মাদকাসক্তির কারণেও আত্মহত্যা করেছে অনেকে।
সান নিউজ/ এমএইচআর