আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার গ্রামগুলোতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত বুধবার দুপুরের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা দেশটির মারকোয়ে শহরের কাছে কয়েকটি গ্রামে হামলা করে। পরে বিকেলের দিকে সেসব এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক, ১৫ জন সরকারি সেনা এবং সরকার সমর্থিত বেসামরিক মিলিশিয়া বাহিনীর ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া সরকারি নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১০ হামলাকারীও নিহত হয়েছেন।
হত্যাকোণ্ডের ঘটনা ছাড়াও গবাদিপশু চুরি ও গ্রামবাসীদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সান নিউজ/ এমএইচআর