আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। এর মধ্যেই সাগাইং রাজ্যের জঙ্গল থেকে ৪০টি লাশ উদ্ধার হয়েছে। অনেকগুলো মরদেহে নির্যাতনের চিহ্ন শনাক্ত করে গ্রামবাসী।
বার্তা সংস্থা রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়র্টাস বলছে, গত জুলাইয়ে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং রাজ্যের কানি শহরে ৪০ জনের লাশ পাওয়া গেছে। এই মৃতদেহগুলো বিভিন্নস্থানে শনাক্ত হয়। মরদেহের মধ্যে কয়েকটিতে জখমের চিহ্ন রয়েছে।
কিন্তু এসব লাশের বিষয়ে রয়র্টাস স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি। এ নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলে কোন উত্তর পায়নি এই সংবাদমাধ্যমটি।
যদিও মিয়ানমারের জেনারেলরা এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
সাননিউজ/এএসএম