ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভয়ংকর জঙ্গি গোষ্ঠি বোকো হারামের বিরুদ্ধে বড় ধরণের অভিযানে নেমেছে আফ্রিকার কয়েকটি দেশ। অভিযানে বোকো হারামের ৭৫ সদস্য নিহত হয়েছে।
নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, নাইজেরিরা ও এর প্রতিবেশি দেশগুলো যৌথভাবে বোকো হারামের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানে চাদ সীমান্তে সংগঠনটির সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।
এছাড়া বিমান হামলা চালানো হয়। বিমান বাহিনীর হামলায় ৫০ জঙ্গি নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র-গোলাবারুদের গুদাম ধ্বংস করে দেয়া হয়।
এছাড়া নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফাতেও জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে ২৫ সন্ত্রাসী নিহত হয়। গ্রেপ্তার করা হয় আরও ৫০ জনকে। উদ্ধার করা হয় নানা ধরণের অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন।
গত ৩ মে দিফা শহরের পাশে নাইজেরিয়ার একটি সামরিক ক্যাম্পে হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। ওই সময় দুই সেনা নিহত হয়। এর পর থেকে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযানে নামে নাইজেরিয়াসহ কয়েকটি দেশ।
বোকো হারাম প্রথমে নাইজেরিয়ায় তৎপরতা শুরু করলেও তারা ধীরে ধীরে প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনের ভেতরে ঢুকে পড়েছে।