ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ায় হরি রায়া উৎসবে স্বল্প মাত্রায় জনসমাগমের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আর এর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির চিকিৎসা বিশেষজ্ঞরা।
একাডেমি অব মেডিসিন অব মালয়েশিয়া (এএমএম )জানিয়েছে, সরকার যদিও বলছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বসহ বিশেষ শর্ত মেনেই এই উৎসবে যোগ দিতে হবে, কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক।
আমার মনে করি সরকারের এটি ভুল সিদ্ধান্ত। তাদের এক ভুল সিদ্ধান্তের কারণেই কোভিড নাইন্টিনের বিরুদ্ধে নেয়া সকল পদক্ষেপ ব্যার্থ হতে পারে।
সংগঠনটি আরও জানিয়েছে, পুরো এটি গোষ্ঠী বা জাতিকে আক্রান্তের জন্য একজন রোগীই যথেষ্ট।
গতকাল মালয়েশিয়ার একজন সিনিয়র মন্ত্রী বলেন, লকডাউনের মধ্যেই মানুষ উৎসবে অংশ নিতে পারবে। তবে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সবাইকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে।