সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ৬০তম জন্মদিন বড় পরিসরে করার পরিকল্পনা করেছিলেন। তবে করোনার কারণে সেটি স্থগিত করেছেন তিনি। বুধবারই (৪ আগস্ট) ৬০ বছর পূর্ণ হয় ওবামার।
জন্মদিন এ উপলক্ষ্যে ম্যাসাচুসেটসে বড় পার্টি আয়োজনের ঘোষণা করেছিলেন তিনি। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় অবশেষে এই পার্টি পেছাতে বাধ্য হয়েছেন তিনি। আপাতত কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই নিজের ৬০তম জন্মদিন উৎযাপন করবেন ওবামা।
তার মুখপাত্র জানিয়েছেন, কয়েক মাস আগে থেকেই বড় করে জন্মদিন পালনের বিষয়টি ঘোষিত হয়েছিল। তবে এখন ওবামার স্ত্রী মিশেল ওবামা এখন বলছেন, শনিবারের ওই অনুষ্ঠান ছোট করে আনতে হবে।
এদিকে ওবামা জন্মদিনে প্রচুর শুভকামনা পেয়েছেন। এ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তার মুখপাত্র।
সাননিউজ/এমআর