ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিন আশঙ্কাজন হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।পরিসংখ্যান বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা আক্রান্তের সংখ্যা যে গতিতে বাড়ছে তাতে আগামী ৭ দিনের মধ্যে তা এক লাখ ছাড়িয়ে যাবে। কেননা গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত তিন দিনে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার থেকে ৭০ হাজারে পৌঁছেছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৮১ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১২২ জন। আক্রান্তে হয়েছে ৩ হাজার ৫২৫ জন। ভারতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৪১৫ জনের।
ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ১৮ হাজার ৩৮১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে করোনা রোগী সংখ্যা ৬ হাজার ৫২৩ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে শনাক্ত হয়েছে ৫ হাজার ১২০ জন।