আন্তর্জাতিক ডেস্ক : দুই হাজার বছর আগের রোমান সভ্যতার মহাসড়ক আবিস্কার হলো নেদারল্যান্ডসে। যার পাশে কৃত্রিম খালও আছে। এগুলোর মাধ্যমে তৎকালীন গুরুত্বপূর্ণ শহর নিজমেজেন এবং রাইন নদীর সংযোগ স্থাপন করা হয়েছিল।
বিশেষত সেনাসদস্যরা পথগুলো ব্যবহার করতেন এবং সমরাস্ত্র, খাদ্য ও নির্মাণসামগ্রী পরিবহন করা হতো বলে দেশটির গবেষকরা দাবি করেছেন।
অধিকাংশ রোমান সেনা রাখা হতো রাইনের কাছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রোটারডামের দক্ষিণে অস্টারহাউটের পৌর এলাকায় খননে সম্প্রতি এই নিদর্শনগুলো বেরিয়ে আসে।
নেদারল্যান্ডস সরকারের পানি নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পের জন্য এই খননকাজ চলছে। প্রকল্পটি পরিচালনা করছে দেশটির প্রত্নতাত্ত্বিক পরামর্শক প্রতিষ্ঠান রাপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম খালটির প্রস্থ ৩৩ ফুট। ওই সময়ের সামরিক জাহাজগুলোর জন্য এই পথ উপযুক্ত ছিল। ওই এলাকায় বেশ কিছু রোমান শিল্পকর্মও পাওয়া গেছে।
সান নিউজ/ এমএইচআর