আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর জন্য চিকেন ও মটন বিরিয়ানি এনে দিতে হবে। তাছাড়াও তার নিজ এলাকায় দোকান। তিনি মনে করেন বিনা পয়সায় বিরিয়ানি তার প্রাপ্য। যেভাবেই হোক তার চাই চাই। নিজ থানার কর্মীকে এমনই এক নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন এক নারী আইপিএস অফিসার। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের এক নারী অফিসারের।
পুলিশকর্মীর সঙ্গে তার কথোপকথনের অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে প্যাটেল। খবর আনন্দবাজার অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বর্তমানে উপ-কমিশনার পদে দায়িত্বরত।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যায়, তিনি বলছেন,‘আমাদের এলাকার কোনো দোকান থেকে খাবার অর্ডার করলে তার জন্য কী আমাদের টাকা দিতে হবে? আপনি একটা ব্যবস্থা করুন, নয়তো আমি অন্য কাউকে বলছি। আপনি কি চান, আমি তার সঙ্গে কথা বলি?’
ফোনের অপরপ্রান্তে থাকা পুলিশ কর্মী তাকে নানাভাবে বোঝানোরও চেষ্টা করেছেন যে, টাকা দিয়েই তাকে খাবার কিনতে হবে। এসব শোনার পরও নারী অফিসার নাছোড়বান্দা। টাকাপয়সা নিয়ে ঝামেলা হলে স্থানীয় পুলিশ কর্মকর্তা যাতে বিষয়টি সামলে নেন, তারও নির্দেশ দিয়েছেন তিনি।
ঘটনা প্রকাশ্যে আসতেই পুণের পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ব্যাপারে ওই নারী কর্মকর্তা বলেন, ‘অডিও ক্লিপটি ভুয়া,আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।’
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমি অডিওটি শুনেছি। এটি গুরুতর বিষয়, তাই তদন্তের নির্দেশ দিয়েছি। রিপোর্ট হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সাননিউজ/এএসএম