আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রামক রোধে ব্রিসবেনেও জারি করা হলো লকডাউন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে তিন দিনের ছায়া লকডাউন জারি করেছে। শনিবার (৩১ জুলাই) থেকে শুরু হওয়া এই লকডাউন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে কুইন্সল্যান্ডের ব্রিসবেন।
কুইন্সল্যান্ডে এর আগে কখনো এত কঠোর বিধিনিষেধ জারি করা হয়নি। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা, জরুরি কোনো কাজ, হাসাপাতাল যাতায়ত, ওষুধ কেনা ও শরীরচর্চার জন্য ছাড়া বিধিনিষেধ চলাকালীন সময়ে কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না।
এদিকে সিডনিতে আগামী ২৮ আগস্ট পর্যন্ত লকডাউন থাকবে। বিবিসি বলছে, টিকাদানে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার মাত্র ১৫ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।
কুইন্সল্যান্ডে আরও ছয় জনের দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
সান নিউজ/ এমএইচআর