ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনায় দিশেহারা বিশ্বে। ইউরোপে তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও ব্রিটেনে। এমন পরিস্থিতিতে করোনার কারণে দীর্ঘদিন ধরে চলা লকডাউন শিথিল করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এর জন্য 'শর্তাধীন পরিকল্পনা’ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিবিসি জানায়, বৃটিশ প্রধানমন্ত্রী জানান, পরিকল্পনা অনুসারে আগামী ১৩মে থেকে ইংল্যান্ডের বাসিন্দারা বাইরে আরও বেশি সময় কাটানোর অনুমোদন পাবে। যাদের পক্ষে ঘরে থেকে কাজ করা সম্ভব নয় তারা চাইলে কর্মস্থলে যেতে পারবে। তবে এর জন্য গণপরিবহন পরিহার করতে হবে।
গত রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজের পরিকল্পনা জানালেও আজ (১১মে) সোমবার এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশের কথা রয়েছে।
জনসন তার জানান, করোনা পরিস্থিতি সম্পর্কে সতর্কতা বাড়াতে পাঁচ ধাপে সতর্কতা ব্যবস্থা চালু করা হবে। ওই ব্যবস্থার উপর নির্ভর করে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।
আগামী ১লা জুনের মধ্যে শিশুরা স্কুলে ফিরে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।