আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ১৮ টি সিএইচ-৫৩কে যুদ্ধ হেলিকপ্টার কিনেছে ইসরায়েল। শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলকে নিরাপত্তা বিষয়ক যাবতীয় সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যুক্তরাষ্ট্র মনে করে, মধ্যপ্রাচ্যের এই দেশটি যদি নিজের রক্ষার্থে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়, তাহলে তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভজনক ও ইতিবাচক হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্রয় চুক্তি অনুযায়ী ১৮ টি সিএইচ-৫৩কে হেলিকপ্টার ও তার আণুষাঙ্গিক সরঞ্জামের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪০০ কোটি (৩ দশমিক ৪ বিলিয়ন) ডলার।
সিএইচ-৫৩কে হেভি লিফট হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধযানসমূহের একটি। এটি যুক্তরাষ্ট্রে বৃহত্তম ও দ্রুততম হেলিকপ্টার হিসেবেও স্বীকৃত।
সান নিউজ/ এমএইচআর