আন্তর্জাতিক ডেস্ক: দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে তিন জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শতাধিক আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছে আরোও অর্ধশতাধিক।
জানা য়ায়, গরম আবহাওয়া-দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এই আগুন। প্রবল হাওয়া থাকায় দাবানলের মোকাবিলা করতে অসুবিধা হচ্ছে। ফলে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মানাওগাতের কাছে শুক্রবার তৃতীয়দিনের মতো আগুন জ্বলছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। অগ্নিনির্বাপনকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তুরস্কের কৃষিমন্ত্রী সরকারি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দেশের ১৩টি অঞ্চলে মোট ৪১টি স্থানে দাবানল লেগেছিলো। বুধ ও বৃহস্পতিবার এই আগুন লাগে। তার দাবি, অধিকাংশ জায়গায় দাবানল নিয়ন্ত্রণে, কিন্তু দুইটি শহরের কাছে এখনো দাবানল জ্বলছে।
হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। উদ্ধার অনেকে দগ্ধ হয়েছেন এবং তাদের সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
সাননিউজ/এএসএম